আলমগীর হোসেন সাগর
অবহেলা নয় আপনাকে স্যালুট যখন আমরা এই প্রচন্ড শীতে লেপ, কম্বল মুড়িয়ে ঘুমিয়ে থাকি,,,তখন এই শ্রমজীবি মানুষ গুলো জীবিকার তাগিদে,,, বরমী বাজার খেয়া ঘাটে ট্রলার থেকে ৫০- ৬৫কেজি ওজনের ভারি খাঁচা গুলো তাদের মাথায় করে অনেক পথ পেরিয়ে বাজারের বিভিন্ন সাইডে নানা কাঁচা বাজারের দোকানে পৌঁছে দেয়,,, একের পর এক খাঁচা তারা এভাবে তুলতে থাকে কারন যতো মাল বহন করতে পারবে তাদের আয় ততো বাড়বে,,, প্ররন্ত বিকাল বেলায় কান্তি মন তবু প্রাপ্তির নিশ্বাস বুকে নিয়ে সন্তান ও পরিবারের জন্য খোরাকি নিয়ে বাড়ি ফেরা হয় তাদের।