শহীদুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি
বৃষ্টির দিন ফুরোলে আসে শরৎ। এর পর হেমন্তের কুয়াশা। এ সময়টাতেই গ্রাম বাংলার খাল-বিল, ছোট নদী বা মজাপুকুরে ফোটে কচুরিপানা ফুল। পুকুরভরা কচুরি ফুল, যেন প্রদীপ জ্বলছে, এমন সৌন্দর্য বাংলার গ্রাম ছাড়া আর কোথায় আছে! গ্রামের সহজ-সরল মানুষের মাটি-ঘনিষ্ঠ জীবনযাত্রার এক জীবন্ত ছবি। শিল্পায়নের কবলে হারিয়ে যাচ্ছে খাল-বিল, পুকুরসহ জলাশয়গুলো। পাড়াগাঁয়ে লেগেছে শহরের গন্ধ। কচুরিপানা ফুলের বেগুনি রঙের বিশাল বিছানার চিত্র হয়তো দেখার ভাগ্য হয়নি শহরের শিশুদের। জানা হয়নি বাংলা মায়ের রূপ বৈচিত্র্যের গল্প।