কাজী মহিউদ্দিন মঈন-
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার অন্তর্গত ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের হাজীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাজী বাড়ী জামে মসজিদ নামে একটি নতুন মসজিদ গত ৫ ই ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার জুম্মার নামাজ দিয়ে উদ্বোধন হয়েছে।জানা যায়, প্রায় ১ যুগ পূর্বের পরিকল্পনার ফসল এই মসজিদ।অনেক ত্যাগ তিতিক্ষা শ্রম দিয়ে এই মসজিদটি নির্মাণ কাজ মাত্র শুরু হয়েছে এবং আপাতত তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ হাতে নিয়েছে সংশ্লিষ্টরা।উল্লেখ্য, পূর্বের একটি ফোরকানিয়া মাদ্রাসা ভবন ছিলো ঐ জায়গায়।ইসলামী শরিয়াহ্ মোতাবেক মসজিদের নামে জায়গা ওয়াক্ফ করা হয়।এবং আপাতত নামাজের উপযোগী করে নাম দেয়া হয় “কাজী বাড়ী জামে মসজিদ ও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা”।প্রথম জুম্মায় প্রায় ১২০ জন লোকের উপস্থিতে ইমামের দায়িত্ব পালন করেন কাজী মাওলানা হাফিজুর রহমান।আগামীতে মুসল্লির বহুগুনে বৃদ্ধি পাবে বলে মনে করেন এলাকাবাসী।