নিজস্ব প্রতিবেদক: [] পর্যটন নগরী কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত পিএমখালী ইউনিয়নের ‘তোতকখালী ছ’ভাইয়ের স্মৃতি সংসদের’ উদ্যোগে আয়োজিত ১০ তম তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২০ জানুয়ারি (বুধবার) তোতকখালী দারুল কুরআন দাখিল মাদ্রাসা সংলগ্ন ঐতিহাসিক তাফসীর ময়দান এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আলম হেলালী।মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি হেলাল উদ্দীন বলেন,প্রতি বছরের মতো এবারও সুন্দর একটা মাহফিল সফল করতে পেরেছি।তার জন্য ছ’ভাইয়ের স্মৃতি সংসদের সকল সদস্য এবং এলাকার শিক্ষক-ছাত্র সমাজ সকলের প্রতি কৃতজ্ঞ। তাফসিরুল কুরআন মাহফিল সম্পর্কে মাহফিল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আহসানুল হক মিলন বলেন, “মাদক,ইভটিজিং,ধর্ষণ,বাল্যবিবাহ,প্রতিরোধে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই।” মাহফিল আয়োজক কমিটির বেলাল ও আজিজ বলেন, প্রবাসী ভাইয়েরাসহ যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ। মাহফিলের বিষয়ে বদিউল আলম সোহাগ বলেন,করোনা কালে স্বাস্থ্যবিধি রক্ষার্থে আমরা সবাইকে স্প্রে করেছি এবং ১৫০০ মাক্স বিতরণ করি।স্বাস্থ্যবিধি মেনে মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিলে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইদ্রিস জসিম উদ্দিন বাবু নুরুল আজিম,আব্দুশুক্কুর,মোঃ উল্লাহ, এহেছান হাবীব,ছলিম,মাবুদ,সাজ্জাদু,নুরুর জামান,রাশেল,শেফা সওয়ার,রিফাত,আব্দুল হামিদ, হুমায়ুন,হিরু,আলম,সোহেল,রায়হান,মাজেদ,জালাল, নুরুল আমিন,রাকেত,ওয়াহীদ,শওকত,কামরুল,জুয়েল,রফিক,মোজ্জামেল,আবু ফয়েজ,জুবাইদ,সানি,রুবেল,ফরিদুল আলম,প্রমুখ।