আলমগীর হোসেন সাগর
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকার মুসলেহ উদ্দিন আকন্দ’র সন্তান আহসান উল্লাহ কে মারধরের ঘটনায় তিন জনকে অভিযুক্ত করে মোঃ হাবিবুল্লাহ আকন্দ শ্রীপুর মডেল থানায় গতকাল বুধবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, বিজয় আকন্দ (২২) ও তার বাবা সাখাওয়াত আকন্দ (৫৫), এবং মৃত শামসুল হকের সন্তান তুহিন আকন্দ (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে ওই এলাকার বরমী-নান্দিয়া সাঙ্গুন এলাকার আঞ্চলিক সড়কটি খানাখন্দ থাকায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করার জন্য ইটা-বালি রাখলে অসৎ উদ্দেশ্যে অভিযুক্তরা ইটা বালি নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করলে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আহসান উল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত বিজয় মুঠোফোনে মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই পক্ষ থেকেই মারামারির ঘটনা ঘটেছে। শ্রীপুর থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, অভিযোগের সত্যতা পেয়েছি, হাসপাতালে রোগী ভর্তি রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।