কাজী মহিউদ্দিন মঈনঃ-চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালুথুবা বাজারে গতকাল মঙ্গলবার রাত ৯ ঘটিকায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১ টি দল।এলাকাবাসী ও তাঁদের প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।এতে ব্যবসায়দের ক্ষয়- ক্ষতি হয়েছে প্রায় ১০/১২ লক্ষ টাকার।স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যে দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।আগুন নিয়ন্ত্রন আনার আগ পর্যন্ত দোকানের মালামলসহ পুড়ে ছাই জসিম উদ্দিন,সাইফুল,হুমায়ুনের মুদি, লিটন এবং বাহারের ইলেক্ট্রিক ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি,থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-উর-রশিদ,উপজেলা আ’লীগ নেতা হাসান তাবাচ্ছুম প্রমুখ।