বাবা আমার স্বর্গের ফুল
(মিশ্র ছন্দ)
কবি ডাঃ এম. ফেরদ্দৌসী ইয়াসমিন চৌধুরী
বাবা আমার স্বর্গের ফুল
স্বর্গ থেকে পাওয়া
তাঁরে আমি রাখবো
মেঘে আকাশ ছোয়া ।
বাবার মত দরদীয়া
ত্রিভূবনে আর যাবে না পাওয়া
বাবা আমার আশার আলো
দুঃখের ঘরে সুখের প্রদীপ জ¦ালো
বাবা আমার বল ভরসা
আমার নয়ন তারা।
বাবার আমার খুশির জোয়ার
আমার জীবন ধারা।
বাবার মুখে মিষ্টি হাসি
আমার মনে জাগায় খুশি
বাবার মত এত ভালো
আর বা কোথাও পাই
বাবার মত দরদী বন্ধু
ত্রি-ভূবনে নাই।
বাবা আমার স্বর্গের ফুল