মহাকাল
(মুক্ত ছন্দ)
কবি ডাঃ এস,কে,এম তারিকুল ইসলাম চৌধুরী(আউলিয়া)
আমি ইতিহাস নই বাস্তব
আমি সৃষ্টি ধ্বংসের তান্ডব
আমি ধূর্তের প্রতি মূর্তি
আমি অসত্য সত্যের পূর্তি ।
আমি আলো আধাঁরে বিদ্যমান
আমি অসভ্য থেকে বর্তমান
আমি সর্বজ্ঞ অপার শক্তিমান
আমি ভয়ানক দাম্ভিক অভিমান
আমি বিদ্রোহি রুদ্র চন্ডাল
আমি ক্রোধ ভষ্ম ভন্ডাল
আমি পংক্তির মহা পংখি
আমি চার দিক মহা ডংকি
আমি প্রকান্ড মহা শূন্য
আমি বৈদিক এক প্রশ্ন
আমি আযাযিল থেকে শ্রেষ্ঠ
আমি আযাযিল শ্রষ্ঠার প্রশ্ন
আমি সৃষ্টির মহাকারিগর
আমি মৃত্যূরও মহা খঞ্জর
আমি গ্রহ নক্ষত্রের সর্দ্দার
আমি-ই মহাকাল কাল ইশ^র।
মহাকাল