আলমগীর হোসেন সাগর
কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা একটি অধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। এখানে বিভিন্ন মিল ফ্যাক্টরীসহ দেশের নামীয় প্রতিষ্ঠান ওয়ালটন ফ্যাক্টরী অবস্থিত। এছাড়াও দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে মানুষ কর্মের জন্য ছুটে আসে কালিয়াকৈর, গাজীপুরসহ আশপাশ এলাকায়। যার যাতায়াতের মূল কেন্দ্র বিন্দু হলো চন্দ্রা। চন্দ্রা জনবহুল এলাকার ব্যস্ততম সড়কে পকেটমার/অপরাধীরা টার্গেট করে নিরীহ মানুষকে। সুযোগ পেলেই পকেটমারেরা মানুষের মানিব্যাগ, মোবাইল ও দাবিসব জিনিসপত্র নিয়ে নেয়। এরকম একাধিক অভিযোগ প্রাপ্তির পর অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, গাজীপুর এর দিক নিদের্শনা মোতাবেক এসআই মোঃ আনিসুর রহমান ও এএসআই মোঃ ইমরান হাসান ৭ জন পকেটমারকে চন্দ্রা এলাকা হতে গ্রেফতারপূর্বক সহকারী কমিশনার(ভূমি), কালিয়াকৈর, গাজীপুর কর্তৃক বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করতঃ জেল হাজতে প্রেরণ করা হলো