কাজী মহিউদ্দিন মঈনঃ-
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়ন হাজীরপাড়া সীমান্তর বাজার সংলগ্ন মরহুম আবুল হাসেম দরবেশ সাহেবের স্বরনে প্রতিবছর ন্যায়ে গতকাল ০৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়েছে ১৯ তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল।মোঃ মানিক হোসেনের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে ত্বরিকত,রাহনুমায়ে শরিয়ত,হাদিয়ে দ্বীন ও মিল্লাত,শাহ্ সূফী আলহাজ্ব হাফেজ মোঃ জুনায়েদুল হক নকস্ বন্দী মোজাদ্দেদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আঃ সাত্তার পাটওয়ারী,প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ জুনায়েদ সিদ্দিকী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ কাউছার হোসেন জালালী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ মোঃ আবু বকর সিদ্দিক।শত শত শ্রোতার উপস্থিতে বক্তারা মহান আল্লাহ্ এবং রাসুলের পথে,মতে চলার পরামর্শ দিয়ে সবাইকে অন্তত একটি সন্তানকে হলেও কোরআনে হাফেজ ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে ইসলামী পাঠাগারে পঠানোর নির্দেশ দেন।এ ছাড়াও আরো বহু ওয়ালামায়ে কেরামগণ তাশরীফ আনেন।রাত ১২.০০ পর্যন্ত মাহফিল শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মোঃ জুনায়েদুল হক নকস্ বন্দী মোজাদ্দেদী সাহেব।